দৌলতপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রাকিব হোসেন, কুষ্টিয়া ॥
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১মে বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে আয়োজিত এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। চাঁদাবাজি, অস্ত্র কারবারি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ, রেজিস্ট্রি অফিসের দুর্নীতি রোধ, আসন্ন ঈদকে সামনে রেখে বিভিন্ন গরুর হাটে জালটাকা শনাক্তের বুথ স্থাপন, মাদক নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনকে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল হাই সিদ্দিকী'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন লামইয়ানুল, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো.নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা মো.নুরুল ইসলাম, প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো.তৌফিকুর রহমান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি বৃন্দ প্রমুখ।
ই-মেইলঃ anmsiddique326@gmail.com