প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ৪:২৫ পি.এম
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় একই পরিবারের ১১ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা, ফাঁসির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের পাচথুবী গ্রামে পোল্ট্রি খামারের বিস্টারের দুর্গন্ধ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১১ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। মারাত্মক আহত অবস্থায় মামুন নামের একজনকে ঢাকা শ্যামলী নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দশ জনের অবস্থাও আশংকা জনক। তাদেরকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায় ১৬ অক্টোবর সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের পাচথুবী গ্রামে এ ঘটনাটি ঘটে । এবিষয়ে মোঃ শাহিন মিয়া বাদী হয়ে ১৭ অক্টোবর সকালে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছে।
জানা গেছে, বাদীর বাড়ি সংলগ্ন সরকারি রাস্তার পাশে মোঃ তোফাজ্জল মাস্টার ও তার পরিবারের সদস্যরা একটি ছাপড়া ঘর তুলে পোল্ট্রি খামার দেয়। এতে বিবাদীসহ রাস্তায় চলাচলকারী ও আশেপাশের মানুষেরা দুর্গন্ধের কারণে চলাচল করতে সমস্যা হয়। বাদীপক্ষকে একাধিক বার বলা সত্বেও খামারটি স্থানান্তর করা হয়নি। উল্টো ঘটনার দিন একই পরিবারের ১১ জন নারী পুরুষকে আওয়ামী ক্ষমতার বলে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। এতে মামুন নামের একজনের অবস্থা আশঙ্কাজন। বর্তমানে তিনি শ্যামলী নিউরোসাইন্স হাসপাতালে আইসিইউ তে ভর্তি আছেন।
রবিবার ২০ অক্টোবর সকালে আসামিদের ফাঁসির দাবিতে উলাইল মডেল হাইস্কুল চত্বরে পাচথুবী গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনকারীদের উপরে আসামি পক্ষের লোকজন হামলা চালায়। এতে দুই জন আহত হয়। বর্তমানে তারা ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক জামান জানান, মারামারি বিষয়ে থানায় মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের আটকের চেষ্টা চলছে।
ই-মেইলঃ anmsiddique326@gmail.com