প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ১২:৩২ পি.এম
২৬ লাখ ডলার বিনিয়োগ পেল বাংলাদেশী দুই তরুনের এআই চালিত স্টার্টআপ “Octolane”

বাংলাদেশি দুই উদ্যোক্তা ওয়ান চৌধুরী ও মোঃ আবদুল হালিম রাফি গড়েছেন এক অসাধারণ সাফল্য—তাদের এআই-ভিত্তিক স্টার্টআপ ‘Octolane’ পেয়েছে ২৬ লাখ মার্কিন ডলার বিনিয়োগ। এই স্টার্টআপটি এমন একটি আধুনিক CRM (Customer Relationship Management) সফটওয়্যার তৈরি করেছে, যা বিক্রয় দলের জন্য ম্যানুয়াল ডেটা এন্ট্রি বাদ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে তথ্য হালনাগাদ করে, পরবর্তী করণীয় জানায় এবং ব্যবহারকারীর কাজের ধরণ বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে সহায়তা করে। Octolane ইতোমধ্যে ২০০টির বেশি কোম্পানিকে সেবা দিচ্ছে এবং আরও ৫ হাজার কোম্পানি ওয়েটিং লিস্টে রয়েছে। দ্রুত এই বিস্তার ও তাদের স্বচ্ছ ব্যবসায়িক মডেল দেখে বিনিয়োগকারীরাও আগ্রহী হয়ে উঠেছে। Salesforce ও HubSpot-এর মতো পুরনো CRM প্ল্যাটফর্মগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে Octolane এখন ৩০০ বিলিয়ন ডলারের বৈশ্বিক CRM মার্কেটে নিজেদের জায়গা তৈরি করছে।
ই-মেইলঃ anmsiddique326@gmail.com