প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ৮:২৩ পি.এম
আনন্দ লোক ট্রাস্ট কুমারখালী উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
রাকিব হোসেনঃ
বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকায় ভবিষ্যৎমুখী ও উচ্চমানের শিক্ষার লক্ষ্যে কুমারখালী উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালীতে আনন্দ লোক ট্রাস্টের আয়োজনে ও বি. এম.জেড এবং নেড্জ এর সহযোগিতায় উপজেলা রিসোর্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, স্বাগত বক্তব্য রাখেন আনন্দ লোক ট্রাস্টের জেলা সমন্বয়কারী মোঃ হিজরত আলী খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্য বৃন্দ প্রমূখ।
সভায় বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন দক্ষিন রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান কফিল, দূর্গাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল আলম, কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খলিলুর রহমান, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম জাহাঙ্গীর। সঞ্চালনায় ছিলেন আনন্দলোক ট্রাস্টের শিক্ষা সুপারভাইজার সুদীপ সরকার।
ই-মেইলঃ anmsiddique326@gmail.com