প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ২:৫৭ পি.এম
কুতুবদিয়ায় ৫০ পয়েন্ট জমি বন্দোবস্তির জন্য দেড় লাখ! তহসিলদার সেলিম সিকদার নৈশপ্রহরী দিয়ে চলছে কুতুবদিয়া ধুরুং ভূমি অফিস।
ফয়সাল আলম সাগর,
কক্সবাজার প্রতিনিধি:
কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়ন ভুমি কার্যালয়ে চলছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা। নৈশপ্রহরী দিয়ে চলছে নাগরিক সেবা। এছাড়াও তহসিলদার নিয়মিত অনুপস্থিতি ও দালালদের সাথে আঁতাত করে নানা দুর্নীতি অনিয়মে সরকারি সেবা প্রতিষ্ঠানটি।
অনুসন্ধানে জানা যায়, ধূরুং বাজারে মাছের দোকানে খাস বন্দবস্তির ৫০ পয়েন্ট জমির জন্য কক্সবাজার জেলা ভুমি কার্যালয়ে আবেদন করেন স্থানীয় রাশেদ কবির। তার পেক্ষিতে তদন্তের জন্য উত্তর ধূরুং ইউনিয়ন ভুমি কার্যালয়ে তহশিলদারকে দায়িত্ব দেয়া হয়। পরে, নৈশপ্রহরীর মাধ্যমে রাশেদ কবিরকে খবর দিলে তহশিলদার সেলিম সিকদারের সাথে যোগাযোগ করে এবং ওই জমি বন্দোবস্ত জন্য দেড় লাখ টাকা দাবি করেন তিনি। মঙ্গলবার দুপুর ১ টা থেকে ৪ টা পর্যন্ত সেবাপ্রাপ্তিরা উপস্থিত হলেও তহশিলদার সেলিম সিকদার অনুপস্থিত থাকায় ফিরিয়ে যাচ্ছেন। তবে, অনেকের অভিযোগ তাদেরকে মোটা অংকের টাকা দিলেই মিলে সব সেবা।
এ বিষয়ে তহসিলদার সেলিম সিকদার মুঠো ফোনে বলেন, আমার জন্য যা ইচ্ছা তা নিউজ করতে পারেন কোন সমস্যা নাই।
কুতুবদিয়া উপজেলা সহকারী ভুমি কমিশনার মো. সাদাত হোসেন বলেন,তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, এ বিষয়ে যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
ই-মেইলঃ anmsiddique326@gmail.com