আলফাডাঙ্গায় পুলিশের যৌথ  অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল  উদ্ধার


প্রকাশের সময় : মে ১, ২০২৫, ১২:১৩ অপরাহ্ন / ১৪
আলফাডাঙ্গায় পুলিশের যৌথ  অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল  উদ্ধার

গতকাল  মঙ্গলবার দিবাগত রাতে  গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও  আলফাডাঙ্গা থানা   পুলিশের যৌথ  অভিযানে  উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামে  পাঁচটি  জায়গা   যথা  একটি মন্দির, একটি করাতকল ও তিনটি বসতঘরের রান্নাঘরে আগুন লাগার ঘটনায়  ৪ জনকে আটক করেছে।এ সময় দেশীয় অস্ত্র, ইয়াবা ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল  উদ্ধার করো হয়েছে।

মোঃআছাদুজ্জামান মিয়া
ফরিদপুর জেলা প্রতিনিধি
তারিখ ৩০/৪/২০২৫ইং