ইসরায়েলি হামলায় সিনওয়ার নিহত হওয়ার পর জিম্মি নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল হামাস


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৪, ১:১২ অপরাহ্ন / ১৭৩
ইসরায়েলি হামলায় সিনওয়ার নিহত হওয়ার পর জিম্মি নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গতকাল শুক্রবার জানিয়েছে, গাজায়  যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত গত বছরের ৭ অক্টোবর থেকে তাদের হাতে আটক থাকা আর কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না। ইসরায়েলি হামলায় হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর শোক জানানোর পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ওই হামলার ঘটনা ঘটে। হামলার মূল হোতা ধরা হয় ইয়াহিয়া সিনাওয়ারকে। তাঁকে হত্যার পর চলমান যুদ্ধে  মোড় বদলের আশা জেগেছিল। বিশেষত জিম্মিদের পরিবারের সদস্যদের স্বজনদের ফিরে পাওয়া এবং গাজাবাসীর আরও মানবিক সহায়তা পাওয়ার আশা তৈরি হয়েছিল।

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন। গত বৃহস্পতিবার সিনওয়ারের নিহত হওয়ার খবর জানায় ইসরায়েল। পরে হামাসের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়। যুদ্ধে অনেকটা কোণঠাসা হওয়া হামাসের জন্য এই ঘটনাকে বড় একটি ধাক্কা বলা হচ্ছে।

সিনওয়ারকে হত্যার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিনওয়ারের মৃত্যু হামাসের অশুভ শাসনের পতনের জন্য একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী ঘটনা।

সিনওয়ারের হত্যাকাণ্ডকে স্বাগত জানিয়ে নেতানিয়াহু আরও বলেন, যদিও এটি গাজা যুদ্ধের শেষ নয়, এটি শেষের শুরু।