বেশ কিছুদিন থেকে উত্তরা হাই স্কুল এন্ড কলেজের ছাত্ররা স্কুল ফাঁকি দিয়ে সেক্টরের রাস্তায় বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে, এক গ্রুপ আরেক গ্রুপকে মেরে ফেলার জন্য প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়। যার ফলে যে কোন সময় দুই এক জন ছাত্রছাত্রী মারা যেতে পারে এবং তাতে দেখা যাবে ৫০/৬০ জন ছাত্র দোষী সাব্যস্ত হবে এর তাদের ভবিষ্যৎ চিরদিনের জন্য অন্ধকার হয়ে যাবে।
সামাজিক মাধ্যমে এই দৃশ্য দেখার পর, উত্তরা ৭ নং সেক্টরের স্থায়ী বাসিন্দা সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ডঃ মুহাম্মদ সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে স্থানীয় আরো কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে এবং পুলিশ প্রশাসন কে সঙ্গে নিয়ে , উত্তরা হাই স্কুল এন্ড কলেজের দায়িত্বশীলদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন, যাতে ভবিষ্যতে ছেলেদের মধ্যে গ্রুপিং বন্ধ হয় এবং মারামারি বন্ধ হয়।
বিষয়টিতে উত্তর হাই স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ এবং উপস্থিত অভিভাবক বৃন্দ ডঃ মোহাম্মাদ সিরাজুল ইসলামকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যকে তার কাছ থেকে উপদেশ এবং প্রশাসনিক সাহায্য আশা করেন। স্কুল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করার জন্য ডঃ মোহাম্মাদ সিরাজুল ইসলাম প্রতিশ্রুতি দিয়েছেন উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আরিফ উদ্দিন আহমেদ ।
আপনার মতামত লিখুন :