এবার লেবাননের আর্থিক খাতের প্রতিষ্ঠানে ইসরায়েলের হামলা


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৪, ৪:০২ অপরাহ্ন / ১৬৬
এবার লেবাননের আর্থিক খাতের প্রতিষ্ঠানে ইসরায়েলের হামলা

হিজবুল্লাহকে অর্থায়ন করার অভিযোগে লেবাননের আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসানের একাধিক শাখায় হামলা করেছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল রোববার রাতে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে বলা হয়, বৈরুতের দক্ষিণের শহরতলিতে ১১ বার হামলা চালানো হয়েছে। সেগুলোর বেশ কয়েকটির লক্ষ্যবস্তু ছিল আল-কারদ আল-হাসান।

বৈরুতের বিমানবন্দরের কাছেও একটি হামলার খবর দেওয়া হয়েছে। লেবাননে মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ বৈরুত বিমানবন্দর। ইসরায়েলের হামলার কারণে বহু মানুষ লেবানন থেকে পালিয়ে যাচ্ছেন। তাঁদের একটি বড় অংশ বৈরুত বিমানবন্দর ব্যবহার করছেন।

হিজবুল্লাহ গতকাল রোববার ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার কথা বলেছে। তবে কোথায় ড্রোনটি ভূপাতিত হয়েছে, সে বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি। সীমান্তের ওপারে ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে রকেট ছোড়ার কথাও তারা বলেছে।

এর আগে রোববার ভোরে লেবাননে বেশ কয়েকবার বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল।

দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ‘ইচ্ছা করে’ তাদের একটি অবস্থানের ক্ষতি করেছে।

ইসরায়েলি বাহিনী লেবাননে হিজবুল্লাহর ওপর হামলার মাত্রা বাড়াচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট রোববার বলেছেন, ইসরায়েলে হামলা চালাতে হিজবুল্লাহ যেসব স্থান ব্যবহারের পরিকল্পনা করেছে, সেসব স্থান ‘ধ্বংস করা হচ্ছে’।

এরপরই আল-কারদ আল-হাসান লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কবার্তা পাঠিয়েছিল এবং বাসিন্দাদের প্রতিষ্ঠানটির অবকাঠামোর আশপাশ থেকে সরে যেতে বলেছিল। সতর্কবার্তা পাঠানোর পরপরই হামলা শুরু হয় বলে খবর দিয়েছে এনএনএ