রাকিব হোসেনঃ
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার নানান আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পালিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। এরই ধারাবাহিকতায় কুমারখালীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কুমারখালী পৌর শিশু পার্কে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র, সাংবাদিক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রিয় ব্যক্তিসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়।
আপনার মতামত লিখুন :