ঘিওরে উপজেলা পর্যায়ের ৫১ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৪, ৩:১২ অপরাহ্ন /
১৮১

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ২১ অক্টোবর ( সোমবার ) উপজেলা পর্যায়ের ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উপজেলা পর্যায়ে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া কমিটির আয়োজনে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সন্তানদের ক্রীড়ার মাধ্যমে শরীর সুস্থ্য রেখে তাদের মাদক থেকে দুরে রাখতে হবে। এ সময় অন্যান্য খেলোয়াড়দের বিভিন্ন সমস্যাগুলোর সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এসময় তিনি ছাত্র ছাত্রীদেরকে প্রকৃত মানুষ হওয়ার দিক নির্দেশনা দিয়ে আগামীতে প্রতিটি ক্রিড়া প্রতিযোগিতায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকদের উপস্থিত থাকার আহবান জানান।
উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি, দাবা, সাঁতারে উপজেলা পর্যায়ের নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :