ঘিওরে নবাগত জেলা প্রশাসক প্রান্তিক কৃষকদের মাঝে সার বিতরণ ও সরকারি কর্মকর্তা রাজনীতি ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন
প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন /
৬৯
মানিকগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ঘিওর উপজেলার সরকারি কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ও উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।
মঙ্গলবার ২২ অক্টোবর সকালে ঘিওর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন।
মতবিনিময় সভায় বক্তারা বাণিজ্যিক ও উপজেলার বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নবাগত জেলা প্রশাসকের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। উপজেলার বিভিন্ন সমস্যা আশু সমাধানের জন্য জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান।
এসময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন বলেন, এটি একটি ঐতিহ্যবাহী ও বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধিশালী উপজেলা। ঘিওর উপজেলা মানিকগঞ্জের মধ্যে একটি গর্ব করার মতো উপজেলা। ঘিওর কখনো অবহেলিত উপজেলা নয়। বরঞ্চ অনেক সম্ভাবনাময় একটি উপজেলা। এখানে যে সব বিদ্যমান সমস্যা রয়েছে তা দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে পরিকল্পনা অনুযায়ী দ্রুতগম সময়ে সমাধানের আশ্বাস দেন। আর এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ঘিওর উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরজাহান আক্তার সাথী, ঘিওর থানা অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ মাজেদুল ইসলাম, উপজেলা প: প: কর্মকতা ডঃ হাসিব আহসান, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আওয়ালসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জেলা প্রশাসক ঘিওর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :