ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন


প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ন / ১৭১
ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা  আলতাফ হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগে মানবববন্ধন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভূমি কর্মকর্তা কৃষকদের থেকে কৌশলে ঘুষ আদায় করেন। জমি সংক্রান্ত কাজের জন্য প্রতিদিন সেবা নিতে আসা মানুষকে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর দালালের মাধ্যমে সেবা গ্রহীতাদের ডেকে নিয়ে দরজা বন্ধ করে ঘুষ নিয়ে কাজ করেন। প্রত্যন্ত এলাকার ভূমি অফিস হওয়ায় — কার্যালয়কে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এলাকাবাসী ভূমি কর্মকর্তার—  বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, ১  আব্দুল মালেক মাস্টার  ২ আব্দুল আওয়াল মাষ্টার  ৩ মোঃ  মোজাফফর হোসেন  ৪  আব্দুল কাদের মোল্লা  ৫ রেজাউল করিম  ৬ আব্দুল মান্নান।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম   বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।