চকরিয়া অস্ত্রসহ ৪ডাকাত আটক রাতভর প্রজেক্ট ডাকাতি, পরদিন স্থানীয়দের সহায়তায় আটক..
প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন /
১০১

ফয়সাল আলম সাগর, কক্সবাজার প্রতিনিধি:
চকরিয়া চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা থেকে জনতার সহায়তায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় তাদের কাছথেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার(১২ জানুয়ারি) বেলা ২:৩০ এর দিকে উপজেলার চিরিংঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা বাটামনি খাল সংলগ্ন ৪০ একর প্রজেক্ট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সওদাগর ঘোনা ৭নং ওয়ার্ডের মৃত আব্দুল কাদেরের ছেলে আবু তাহের(৪৪)নুরুন্নবীর ছেলে আবু তাহের মিয়া (২৮)আব্দুল মানিকের ছেলে দিদারুল ইসলাম(৫০) ও পৌরসভা ৭নং ওয়ার্ড জাকের হোসেনের ছেলে
দিদারুল ইসলাম(৫০)নামে
তাহের মৃত আব্দুল কাদেরের ছেলে।দিদার মৃত আব্দুল মানিকের ছেলে।তাহের মিয়া নুরুন্নবীর ছেলে।তারা তিনজনই
সওদাগর ঘোনা ৭নং ওয়ার্ডের বাসিন্দা।ও মিরাজ পৌরসভা ৭নং ওয়ার্ড জাকের হোসেনের ছেলে মো:মিরাজ।
স্থানীয়রা জানান,গতরাতে উপকূলের ৮০০শত ত্রিশ একর প্রজেক্ট দেশীয় অস্ত্র সহ ৪০,৫০ জনের একদল ডাকাত দখল করে নেন।এসময় ডাকাতরা প্রজেক্টের নানা প্রজাতির মাছ লুট করে নিয়ে যায়।পরদিন দুপুরে ডাকাতদল সওদাগর ঘোনা বাটামনি খালের একটি বাসায় অবস্থান করছে সংবাদ পেয়ে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুইঁয়া বলেন,স্থানীয়দের সহায়তায় অস্ত্র সহ চারজন ডাকাতকে আটক করা হয়।বাকি তিনজন ডাকাত পালিয়ে যায়।তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হবে। বাকি ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত আছে।
ফয়সাল আলম সাগর, কক্সবাজার প্রতিনিধি:
মোবাইল: ০১৮৭২-১১৫২৬৫
আপনার মতামত লিখুন :