গোপালগঞ্জ প্রতিনিধীঃ
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার সময় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় সমাজ কল্যান পরিষদের আর্থিক চেক বিতরণ করা হয়। ৬২ জন দুস্থ অসহায় ব্যাক্তির মাঝে চেক প্রদান করা হয়। চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হক। বিশেষ অতিথী ছিলেন কৃষিবীদ ও টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা মৎষ কর্মকর্তা দিবাশিষ বাসার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ। আর্থিক চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী মইনুল হক ৬২টি চেকে ২লক্ষ ১৭ হাজার টাকা দুস্থ অসহায় ব্যাক্তি, বেসরকারী প্রাথমিক স্কুল শিক্ষক এবং এতিম মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অফিসার প্রকাশ চক্রবর্তি। ৬২টি চেকের মধ্যে ৩ হাজার, ৪ হাজার টাকা থেকে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমের অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
আপনার মতামত লিখুন :