গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ -টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে ভোক্তা অধিদপ্তরে তদারকি ও অভিযানে দুইটি দোকানে সাতহাজার টাকা নগদ অর্থ জরিমানা করেন। ভোক্তা অধিদপ্তরে একটি টিম বিশেষ তদারকি জন্য দুই ডিসেম্বর সোমবার দুপুর দুইটার দিকে পাটগাতী বাজারে আসেন। টিমটি প্রথমে বিভিন্ন দোকানে দোকানে ঘুরে অপরাধ সম্পর্কে দোকানিদেরকে বুঝান এবং সতর্ক করেন। দুইটি দোকনে ভ্রাম্মান আদালত পরিচালনা করে জরিমানা করে। এসময় উপস্থিত ছিলেন নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সি, নিরাপদ খাদ্য অফিসার মুন্নি খাতুন, সহকারী পরিচালক শামিম হাসান , কৃষি বিপনন কর্মকর্তা আরিফ হোসেন, ছাত্র প্রতিনিধী জগদীস চন্দ্র বনিক। বিশেষ তদারকির ভোক্তা অধিদপ্তরের টিমটি পাটগাতী বাজারের গোবিন্দ্র সাহার কসমেটিস এর দোকানে নগদ পাঁচহাজার টাকা এবং অদ্রিকা কসমেটিকে দুই হাজার টাকা জরিমানা করেন এবং দোকানিদেরকে সতর্ক করে দেন। পরে পাটগাতী বাজারে বনিক সমিতির সভাপতি ও বিভিন্ন ব্যাবসায়ী দের মিলিত করে পলিথিন ব্যাবহারে নিষিদ্ধে এবং বিকল্প কিছু ব্যাবহারের কথা বলেন। দোকানের ম্যামো ও ন্যায্য দাম নির্ধারন করে মালামাল বিক্রয় এর কথা বলেন । পুরো টিমটি কিছু পলিথিন বাজারে পুড়িয়ে ধব্বংস করেন।
আপনার মতামত লিখুন :