টেস্ট র‍্যাঙ্কিংয়েও সুখবর পেল বাংলাদেশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৪, ১০:৩২ অপরাহ্ন / ৩৯
টেস্ট র‍্যাঙ্কিংয়েও সুখবর পেল বাংলাদেশ

পাকিস্তানকে ধবলধোলাই করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চারে ওঠা বাংলাদেশ সুখবর পেয়েছে টেস্টের দলীয় র‍্যাঙ্কিংয়েও। অবস্থান পাল্টায়নি বাংলাদেশের, আছে আগের মতোই নবম স্থানে। তবে ১৩টি রেটিং পয়েন্ট বেড়েছে নাজমুল হোসেনের দলের। পাকিস্তান সফরের আগে নয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ছিল ৫৩, সফর শেষে সেটি বেড়ে হয়েছে ৬৬।

অন্যদিকে দুর্দশার মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান বড় ধাক্কা খেয়েছে র‍্যাঙ্কিংয়েও। দুই ধাপ পিছিয়ে আটে নেমে গেছে ধবলধোলাই হওয়া দলটি। ১৩টি রেটিং হারানো দলটির পতনে এক ধাপ করে ওপরে উঠে গেছে শ্রীলঙ্কা (৬ষ্ঠ) ও ওয়েস্ট ইন্ডিজ (৭ম)।

পাকিস্তানের সর্বশেষ রেটিং পয়েন্ট ৭৬। আইসিসি এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্কিং প্রবর্তনের পর পাকিস্তানের এটিই সর্বনিম্ন পয়েন্ট। ঐতিহাসিক র‍্যাঙ্কিং ধরলে ১৯৬৫ সালের পর পাকিস্তানের সর্বনিম্ন রেটিং পয়েন্টও।

২০২১ সাল থেকেই দেশের মাটিতে টেস্টে দুর্দশা চলছে পাকিস্তানের। এ সময়ে ১০ টেস্টের একটিতেও জিততে পারেনি দলটি। ছয়টিতে হারা দলটি ড্র করেছে চার ম্যাচে।