ধবলধোলাইয়ের শঙ্কায় ভারত


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ৫:৩০ অপরাহ্ন / ৫৬
ধবলধোলাইয়ের শঙ্কায় ভারত
নিউজিল্যান্ডের কাছে প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে ভারত। মুম্বাইয়ে সিরিজের শেষ ম্যাচেও হারের শঙ্কায় পড়েছে দলটি।

তৃতীয় টেস্টে শেষ ইনিংসে নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানেই ৫ উইকেট হারিয়েছে রোহিত শর্মার দল। আউট হওয়া পাঁচ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান ১১।

ব্যর্থ হয়েছেন রোহিত ও কোহলি। আগের ইনিংসে ৯০ রান করা শুবমান গিলও আউট হয়েছেন দ্রুতই।গতকাল দ্বিতীয় দিন শেষে  ৯ উইকেটে ১৭১ রান নিউজিল্যান্ড আজকের দিনের  শুরুতেই গুটিয়ে যায়। ১৭৪ রান তুলে লিড নেয় ১৪৬ রানের।

সেই রানও কঠিন হয়ে উঠেছে ভারতের।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের রান ৫১। হাতে আছে ৫ উইকেট। জেতার জন্য দরকার আরো ৮৬ রান।

২৮ রানে পন্ত ও ৬ রানে জাদেজা ব্যাটিংয়ে অপরাজিত। 

৩টি উইকেট নিয়েছেন এজাজ প্যাটেল। একটি করে নিয়েছেন ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস।

ভারত ২০০০ সালে সর্বশেষ ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল। আজকের ম্যাচে হারলে সেই লজ্জার রেকর্ড আবার ফিরে আসবে।

এর আগে ১২ বছর পর ঘরের মাঠে সিরিজ হেরেছে ভারত