ভারতে মুহাম্মদ (স.) এর শানে কটুক্তির প্রতিবাদে ঘিওরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৪, ৩:৪৩ অপরাহ্ন /
১৭৪

মোঃ রফিকুল ইসলাম মৃধা
“বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীজির দুষমন” – এই শ্লোগানকে ধারণ করে মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নবী প্রেমী তাওহীদি জনতা। ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ বিজেপি’র মন্ত্রী নিতেশ নারায়ন কর্তৃক ইসলাম ধর্ম ও মহানবী হয়রত মুহাম্মদ (স.) এর শানে কটুক্তির প্রতিবাদে এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর ঘিওর কুস্তা বন্দর জামে মসজিদ থেকে এক বিশাল মিছিল বের হয়ে, ঘিওর বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ঘিওর বাস টার্মিনালে এসে সমাবেশের আয়োজন করেন মুসুল্লীরা।
এসময় ঘিওর কুস্তা বন্দর জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব মাওলানা মুফতী নিজামউদ্দিন, ঘিওর থানা জামে মসজিদের খতীব ও ইমাম মুফতী মুহাম্মাদুল্লাহ, উপজেলা ওলামা আইম্মা পরিষদের সভাপতি মাওলানা ফজলুল করিম, ইসলামী আন্দোলন ঘিওর উপজেলা শাখার সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, ঘিওর উপজেলা জামায়াতের আমীর মোঃ জহিরুল ইসলাম, বেপারীপাড়া জামে মসজিদের ইমাম মুফতী ওয়ালীউল্লাহ, ঠাকুরকান্দী আবু হুরায়রা (রা.) এর প্রিন্সিপাল মাওলানা মুফতী আব্দুল্লাহ প্রমূখ সমাবেশে বক্তৃতা প্রদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের মহানবী (স.) এর বিরুদ্ধে যারা কথা বলবে তারা আমাদের দুষমন। যারা তাদের পক্ষে আছেন, তারাও আমাদের দুষমন। কটুক্তিকারীকে সর্বোচ্চ শাস্তি দাবী করে ভারতের প্রতি আহ্বান জানান তারা। একইসাথে ঘিওর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সাহস দিয়ে বলেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের সাথে আমাদের কোন হিংসা- বিদ্বেষ নেই। আগামী দূর্গাপূজায় মুসলমানদের পক্ষ হতে প্রয়োজনে পাহাড়া দেয়া হবে বলেও আশ্বাস প্রদান করা হয়।
সমাবেশ শেষে মুফতী হেদায়েতুল্লাহ’র পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :