মহান মে দিবসে কুষ্টিয়া শ্রমিক অধিকার পরিষদের বর্ণাঢ্য র্যালি
প্রকাশের সময় : মে ২, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন /
১৬

মাহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দুনিয়ার মজদুর এক হও এক হও, শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই স্লোগানে কুষ্টিয়া জেলার শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদ কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেট এলাকায় এসে শেষ হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সাংসদের সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, ঢাকা দক্ষিণ সিটি যুব অধিকার পরিষদের সভাপতি জয়নীল আবেদীন, কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, কুষ্টিয়া পৌর গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি রঞ্জু, কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজিবুল ইসলাম, কুষ্টিয়া জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা সহ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
জেলা প্রতিনিধি রাকিব হোসেন
কুষ্টিয়া।
আপনার মতামত লিখুন :