মাকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ ছেলের..


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ন / ৫১
মাকে কুপিয়ে হত্যা,  থানায় আত্মসমর্পণ ছেলের..
ফয়সাল আলম সাগর,
কক্সবাজার শহরের বিজেপি ক্যাম্প পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদক সেবনের টাকা না দেয়ায় ছেলের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন আনোয়ারা বেগম (৫৩) নামের এক নারী ।
তিনি ওই এলাকার নিয়াজ আহমদের স্ত্রী।
মাকে খুন করার পর থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ।
শনিবার ভোর রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়,  হোসেন মোহাম্মদ আবিদ মাদক সেবনে আসক্ত।  মাদকের টাকার জন্য প্রায় পিতা-মাতাকে চাপ সৃষ্টি করতে এবং নানাভাবে নির্যাতন করতেন।  এরই অংশ হিসেবে শনিবার রাতে মায়ের সাথে তার বাক-বিতণ্ডা হয়।  এর জের ধরে ভোররাতে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।  এ সময় শুধু মা ও ছেলে ছিলেন বাসায়।
 চিকিৎসার  জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় অবস্থান করছিলেন গৃহকর্তা নিয়াজ আহমেদ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, মাকে হত্যা করে দরজায় তালা দিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঘাতক ছেলে।  পরে তার স্বীকারোক্তি মতে তাদের বাসায় গিয়ে পুলিশ দেখতে পায় গুরুতর জখম অবস্থায় খাটে পড়েছিল ওই নারীর মরদেহ।  তার শরীরে একাধিক দায়ের কোপ রয়েছে।  মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।