আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের বর্তমান সদস্য হাজী আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পোড়রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুস সালামের বিরুদ্ধে সদর থানায় গত ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় গত চার আগস্ট বিকেলে মানিকগঞ্জের শহীদ রফিক সড়কে জেলা বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এ ঘটনায় জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুরাদ হোসেন গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ ৯১ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলায় পৌর আওয়ামী লীগের নেতা আব্দুস সালাম ৭২ নম্বর আসামি।
ওসি আব্দুল হাই তালুকদার জানান, আব্দুস সালামের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত পক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর পক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :