মাসিক উরসেকুল মজলিস
প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৪, ৪:০০ অপরাহ্ন /
১৩৮

আসসালামু আলাইকুম,
আগামীকাল রবিবার ২৪শে নভেম্বর ২০২৪ইং তারিখে হাজী শাহবাজ (র) মসজিদ (হাইকোর্ট) এ সকাল ৮.৩০ মি: হইতে মাসিক উরসেকুল মজলিস অনুষ্ঠিত হবে, উক্ত নূরানী-কোরআনী মজলিসে সকলকে উপস্থিত থেকে আল্লাহর অশেষ নেকী হাসিলের জন্য অনুরোধ করা যাচ্ছে।
মাসিক উরসেকুলের মজলিস শেষে বাংলাদেশ হাক্কানী আঞ্জুমানের প্রধান কার্যালয় (৩৬ নং রেনকীং ষ্ট্রীট, ওয়ারী ঢাকা) সকলকে উপস্থিত থেকে কলকাতা হুজুর কেবল্লা’র সাথে মাসিক উরসেকুল মজলিস ও অমূল্য রত্ন মোবারক জিয়ারত করে অশেষ ফয়েজ, রহমত ও বরকত হাসিল করার জন্য সকল পীর ভাই ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করা যাচ্ছে।
মজলিস শেষে সকলের জন্যে তাবারুক এর ব্যাবস্থা আছে। আমাদের সকল কে আল্লাহ বসার এবং শোনার তৌওফিক দান করুন। আমিন
আপনার মতামত লিখুন :