মিরপুর বদ্ধভূমিটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে স্মৃতি স্থাম্ভ করা হোক


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৪, ২:১৭ অপরাহ্ন / ১৬৩
মিরপুর বদ্ধভূমিটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে স্মৃতি স্থাম্ভ করা হোক

মিরপুর স্টাফ রিপোর্টার ( মোঃ মাসুদ রানা )

এই সেই বদ্ধভূমি মিরপুর-১ চিড়িয়াখানা রোড় ,নিউ সি ব্লক এলাকায় অবস্থিত ,৭১এর পাকহানাদার বাহিনীরা শতশত বাঙালিদের গণহত্যা করে, সারা বাংলাদেশ স্বাধীন হয় ১৯৭১ সালে ১৬ ইং ডিসেম্বর আর এই মিরপুর স্বাধীন হয় ১৯৭২ সালে । মিরপুর বদ্ধভূমি পরিদর্শনে “”সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহভাজন পুত্রতূল্য “”
কোটি বাঙালির প্রতিবাদী কন্ঠস্বর
সম্রাট জাকির বাহাদুর এবং
রণাঙ্গনের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তিনটি সেক্টরের সাব সেক্টর কমান্ডার মিষ্টার বাদশা ভাসানী ( মেজর জিয়া জেড় ফোর্স গেরিলা বাহিনী)। মিরপুর এলাকার বাসীর সকলের দাবি এই বদ্ধভূমি জায়গা টি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে স্মৃতি স্থাম্ভ করা হোক ।