রাজধানী ঢাকায় সচিবালার সামনে থেকে কান ছিঁড়ে কানের দুল নিয়ে যান ছিনতাইকারীরা


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন / ৫৭
রাজধানী ঢাকায়  সচিবালার সামনে থেকে কান ছিঁড়ে কানের দুল নিয়ে যান ছিনতাইকারীরা

( রিপোর্টার মাসুদ রানা )

সচিবালয়ের সামনে,‌ রৌদ্র জ্বল ব্যস্ত শহরে, চলন্ত রিকশায়, একজন প্রৌঢ় মহিলার কানের দুল ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারী
রক্তে ভেসে গেছে শাড়ি,কালী পূজার দিন তিনি তাঁর কন্যা-কে নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন,মেট্রো স্টেশন সচিবালয়ে নেমে, রিকশা নিয়ে ঢাকা স্টেডিয়ামে যাবার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে!