৭১কে প্রতিদিনই মনে পড়ে


প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন / ৩৭
৭১কে প্রতিদিনই মনে পড়ে

৭১কে প্রতিদিনই মনে পড়ে, যদিও তখন যুদ্ধের উপযুক্ত বয়স হয়নি,,,তবুও ঐ কিশোর বয়সে ক্যাম্পে ট্রেনিংরত বীর মুক্তিযোদ্ধাদেরকে পানি, চা বিস্কুট এগিয়ে দিয়েছি,ট্রেনিং শেষে দোতলা ঘরে অস্ত্র সাজিয়ে রেখেছি,,,,আবার যুদ্ধের দৃশ্য দেখারও সুযোগ হয়েছে,,,,কালের সাক্ষী হিসাবে ৭১ এর ৯ মাসের যুদ্ধের স্মৃতি ভুলতে পারি না আজও,,,আজ ভারত পাকিস্তান যুদ্ধের কথা শুনে সেই স্মৃতি মনে পড়লো,,,,,৯ মাসের ঐ যুদ্ধকালীন সময়ে ভারতকেই বন্ধু মনে হয়েছিল,,,আর পাকিস্তানকে মনে করতাম চরম শত্রু,,, পাকিস্তান বাংলাদেশের সাধারণ মানুষের উপর যে অমানবিক অত্যাচার নির্যাতন করেছে ও লক্ষ লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে যা কোনো দিন ভুলার নয়,,,,পাশাপাশি ভারত মূলতঃ তাদের স্বার্থেই ৭১এ আমাদেরকে সাহায্য ক’রে ৫৪ বছর ধরে অনেক সুযোগ-সুবিধা লুটে নিয়েছে এদেশ থেক, দেয়নি কিছুই! অতএব দুইটা দেশের পক্ষে আমরা হতে পারি না,,,কেউই আমাদের বন্ধু নয়,,,,আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে বাংলাদশী হওয়াই উত্তম,,,,

মোঃআছাদুজ্জামান মিয়া
ফোন নাম্বার ০১৩১৫২১৯৭১২