বিয়ানীবাজার থেকে অপহরন, মোগলাবাজারে উদ্ধার!


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৪, ৮:৩৯ অপরাহ্ন / ৪১
বিয়ানীবাজার থেকে অপহরন, মোগলাবাজারে উদ্ধার!

বিয়ানীবাজারের বাউল শিল্পী এস এম মানিক-এর আপন ভগ্নিপতি শামীম উসমানকে পুলিশ ভাইদের উসিলায় মহান আল্লাহ বাঁচাইছেন।

রবিবার দিনগত রাত বাড়ি ফেরার পথে -বিয়ানীবাজার এর জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার সামনে পাঞ্জিপুর মসজিদের পাশে দুজন পাঞ্জাবি পরা অর্ধ বয়স্ক লোক এবং বয়স্ক বোরকা পরা একজন মহিলা ও একজন ২৪/২৫ বয়স যুবক শামীম উসমানের প্রাইভেট কার সিগনাল দিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং জকিগঞ্জের ঈদগাহ বাজারের কাপনা গ্রামে যাবে বলে তারা সাহায্য চায়। শামীম উসমান গাড়িতে একা, ড্রাইভে ছিলেন। তাই সরলমনে চারজনকে বরইতল পর্যন্ত এগিয়ে দিবেন বলে গাড়িতে তুলে নেন। গাড়িতে উঠা মাত্র তারা ইলেক্ট্রনিক লেজার যন্ত্র দিয়ে ঘাড়ে মাথায় টাচ করার সাথে সাথে শামীম উসমান আর কিছু বুঝতে পারেন নাই। পরবর্তীতে যখন জ্ঞান ফিরে, তিনি অনুভব করতে পারেন তার হাত বাঁধা এবং একটা পা বাঁধা, চোখ বাঁধা। তখন পানি চাইলে কেউ পানি দেয়নি- এবং সাথে থাকা কিছু অর্থ ও ব্যাংক কার্ড মোবাইল গাড়ি সবকিছু নিয়েও প্রাণ ভিক্ষা চান। এবং একটি মাত্র মেয়ের দোহাই দিয়ে প্রাণ ভিক্ষা চান। অবশেষে রাত পেরিয়ে, পরের দিন পেরিয়ে, পরে সিলেটের মোগলাবাজার থানার টহল পুলিশ বাইপাস মোগলাবাজার রোডে তাকে উদ্ধার করে। ভিডিওতে পুলিশের উদ্ধার তৎপরতা দেখুন। # পুলিশের বদনাম থাকলেও এখনো ভালো পুলিশ আছেন। এই পুলিশ ভাইদের সহযোগিতায়, উসিলায় এবার বেঁচে গেলেন ভূক্তভোগী ভাইটি। পুলিশ ভাইয়েরা না থাকলে মৃত্যু একদম নিশ্চিত ছিল। ধন্যবাদ দেশ রক্ষার অতন্দ্র প্রহরীদের।

ভিডিও দেখতে চাইলে এই লিংকে ক্লিক করুন

ভিডিও ও তথ্যঃ সংগৃহীত

কিডন্যাপ বিভাগের আরো খবর

আরও খবর