রাজশাহীতে রেলপথ অবরোধ, ট্রেনের শিডিউল বিপর্যয়
প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৪, ৪:১৬ অপরাহ্ন /
৬৫
শিক্ষার্থীদের এ অবরোধ কর্মসূচির কারণে ঢাকা-রাজশাহী ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। পাঁচটি ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ও গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।
কোটা পদ্ধতি সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সাড়ে চার ঘণ্টা রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় রেলপথ অবরোধের পাশাপাশি মোড়ের চারটি সড়কও ব্লক করে দেন শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-রাজশাহী ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। পাঁচটি ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ও গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ সংলগ্ন ফ্লাইওভার এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া রেলপথ অবরোধ কর্মসূচি চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর রেলপথ থেকে অবরোধ তুলে নিয়ে ঘটনাস্থল ছাড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ রেলপথ অবরোধ করে রেখেছিলেন। এতে পদ্মা, সাগরদাঁড়ি, কপোতাক্ষ, ধূমকেতু ও বরেন্দ্র এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় ঘটেছে। রাজশাহী থেকে সাড়ে ৫টার দিকে পদ্মা ছাড়া হবে। অন্যদিকে বরেন্দ্র সঠিক সময়ে পৌঁছেছে কিন্তু ছাড়বে লেট করে। তবে মোটামুটি ইফেক্ট পড়েছে ধূমকেতু ও পদ্মা এক্সপ্রেসের ওপর।রেলওয়ের এ স্টেশন ম্যানেজার জানান, শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ও বিক্ষোভের কারণে হরিয়ান রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেসের স্টপেজ দিতে হয়েছে। সেখান থেকেই যাত্রী তুলে আবার ফেরত পাঠাতে হয়েছে। যারা আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন, তাদের সড়কপথে হরিয়ান রেলওয়ে স্টেশনে পাঠানো হয়। ট্রেনে যাত্রী ওঠার পর খুলনার উদ্দেশ্যে ট্রেনটি হরিয়ান ছেড়ে যায়।
এ ছাড়া রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস সোমবার সকাল থেকে হরিয়ান রেলওয়ে স্টেশনেই আটকে ছিল। ট্রেনের নির্ধারিত সময় ৪টা থাকলেও সেটি ছেড়ে যায়নি। চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহী থেকে নির্ধারিত সময় ৩টার পরিবর্তে সাড়ে ৪টার পর ছেড়ে গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। বঙ্গবন্ধুর বাংলায় তারা বৈষম্য মানেন না। তাদের দাবি মানা না হলে এ আন্দোলন আরও তীব্র হবে। কোটাপদ্ধতি সংস্কার আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয় পরিষদের সদস্য মেহেদী সজীব বলেন, আজ আমরা রেললাইন অবরোধ করেছি। আমাদের লাগাতার কর্মসূচি চলবে যতদিন দাবি আদায় না হয়। বিকেল ৪টার দিকে তারা রেলপথ অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফেরেন।
আপনার মতামত লিখুন :