রংপুরে দুজন এইচএসসি পরীক্ষার্থীসহ ১০, রাজশাহীতে ৫ শিক্ষার্থীর জামিন


প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন / ৩৯
রংপুরে দুজন এইচএসসি পরীক্ষার্থীসহ ১০, রাজশাহীতে ৫ শিক্ষার্থীর জামিন

রংপুরে দুজন এইচএসসি পরীক্ষার্থীসহ ১০ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে কারাগার থেকে মুক্ত হয়েছেন আটজন। বাকি দুজনের আজ শনিবার ছাড়া পাওয়ার কথা আছে। এদিকে রাজশাহীতে পাঁচ এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত। গতকাল রাত সাড়ে আটটার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক এফ এম আহসানুল হক শুনানি শেষে তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রংপুর মহানগর ও জেলার বিভিন্ন থানায় হওয়া মামলায় শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছিলেন। শিক্ষার্থীদের পক্ষে জামিন শুনানি করা আইনজীবী শামীম আল মামুন বলেন, জামিনপ্রাপ্তদের পক্ষে জামিননামা দাখিল করে জামিননামা কারাগারে পৌঁছানোর পর গতকাল রাতে আট শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আশা করছেন, বাকি দুজন শিক্ষার্থী আজ কারামুক্ত হবেন। জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মাওবিন হাসান মুহিন, রাকিব হোসাইন, আবদুল্লা ইবনে জুবায়ের, মো. মাহিন, আমির হামজা আমির, তৌফিক ওমর ধ্রুব, পাভেল মিয়া, আল মারজান, নিয়াজ আহাম্মেদ রকি ও সৌরভ মিয়া।রংপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র সাপেক্ষে কারাগার থেকে গতকাল রাত ১১টার পর আটজনকে মুক্তি দেওয়া হয়েছে।

রাজশাহীতে পাঁচ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার পাঁচ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন দুটি আদালত। আজ শনিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে দুজনকে এবং অতিরিক্ত সিএমএম আদালত থেকে তিনজন ছাত্রের জামিন মঞ্জুর করা হয়েছে। আজ দুপুর ১২টার দিকে এই জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের পক্ষের আইনজীবী পারভেজ তৌফকি জাহেদী বলেন, অতিরিক্ত সিএমএম আদালতের বিচারক শফিউল আলমের আদালতে তিন ছাত্রের জামিনের শুনানি হয়। তাঁরা হচ্ছেন রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের জায়গীরপাড়া গ্রামের মো. রাব্বি ও আহনাব আকিব এবং বাগমারা উপজেলার রাকিবুর রহমান। এ ছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামানের আদালতে গোদাগাড়ীর ইমরান ফরহাদ ও পুঠিয়ার সৌরভ আলীর জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে দুটি আদালতের বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। আদালত থেকে জামিনের কাগজপত্র ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মহানগর ও জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দুই এইচএসসি পরীক্ষার্থীসহ ১০ জন শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। এদের মধ্যে শুক্রবার কারামুক্ত হন আট শিক্ষার্থী। পরে শনিবার দুই জন শনিবার মুক্ত হবেন। শুক্রবার (২ আগস্ট) শিক্ষার্থীদের জামিনের আদেশ দেন রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক এফ এম আহসানুল হক‌। শিক্ষার্থীদের পক্ষে জামিন শুনানি করা আইনজীবী শামীম আল মামুন বলেন, জামিনপ্রাপ্তদের পক্ষে জামিননামা দাখিল করেছি। জামিননামা কারাগারে পৌঁছেছে। ইতোমধ্যে ৮ জন শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শনিবার দুপুরে দুজন কারামুক্ত হয়েছে। ছাত্র বলার পরও পুলিশ আমাকে ছেড়ে না দেওয়ার অভিযোগ। জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- মাওবিন হাসান মুহিন, রাকিব হোসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মো. মাহিন, আমির হামজা আমির, তৌফিক ওমর ধ্রুব, পাভেল মিয়া, আল মারজান, নিয়াজ আহাম্মেদ রকি ও সৌরভ মিয়া। রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সাপেক্ষে কারাগার থেকে শুক্রবার রাত ১১টার পর আটজনকে মুক্তি দেওয়া হয়েছে।

অন্য দিকে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।