সেপ্টেম্বরেও বন্যার পূর্বাভাস


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৪, ৯:৪১ অপরাহ্ন / ৩৬
সেপ্টেম্বরেও বন্যার পূর্বাভাস

আগস্ট মাসের বন্যার ভয়াবহতার চিহ্ন এখনো রয়ে গেছে। এরই মধ্যে চলতি সেপ্টেম্বর মাসে দেশে নতুন করে বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই বন্যা হতে পারে স্বল্পমেয়াদি। আর এবারের বন্যায় উপদ্রুত দক্ষিণ–পূর্ব এবং উত্তর–পূর্বাঞ্চলেই নতুন করে বন্যা হতে পারে। আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসের শুরুতে ওই মাসের আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দেয়। গতকাল রোববার সেপ্টেম্বর মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চলতি সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর–পূর্বাঞ্চল ও দক্ষিণ–পূর্বাঞ্চলের মৌসুমি ভারী বৃষ্টির কারণে কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গত আগস্ট মাসের ২০ তারিখের পর দক্ষিণ–পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং উত্তর–পূর্বের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ ১১টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে আক্রান্ত হয় অর্ধকোটির বেশি মানুষ। বন্যার ক্ষতির চিহ্ন এখনো এসব এলাকায় রয়ে গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গত আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৪৬ ভাগের বেশি বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে কম, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে স্বাভাবিক এবং অন্যান্য বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টি হয়েছে। আগস্টের ১ থেকে ৪ এবং ৮ থেকে ৯ উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় দক্ষিণ–পশ্চিম বায়ু প্রবল অবস্থায় থাকার ফলে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়। ১৬ আগস্ট উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। লঘুচাপটি ঘনীভূত হয়ে ১৮ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সুস্পষ্ট লঘুচাপটি ১৯ আগস্ট সন্ধ্যায় দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপে পরিণত হয়। ২০ আগস্ট এটি বাংলাদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করে এবং ২১ আগস্ট ২০২৪ এটি গুরুত্বহীন হয়ে পড়ে।

এ প্রভাবে ১৬ থেকে ২১ আগস্ট উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ মাসে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হয়। ১ আগস্ট দৈনিক সর্বোচ্চ বৃষ্টি ২৭৬ মিলিমিটার রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদীকোর্ট এলাকায়। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ আগস্ট, কুড়িগ্রামের রাজারহাটে ৩৭ দশমিক ৫°ডিগ্রি সেলসিয়াস।