ঘিওরে নিলামে সরকারি গাছ বিক্রি
প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৪, ৫:১১ অপরাহ্ন /
২২৭

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর সদর ইউনিয়নের বাস হাট সংলগ্ন ১ টি গাছ নিলামে বিক্রিয় হয়েছে । গাছটির সরকারি মূল্য ধরা হয় ৭৭২০ টাকা। গাছটি নিলামে ডাকের মাধ্যমে বিক্রি হয় ৮১০০ টাকা।
জানা গেছে, ঘিওর বাজারের গাছটি স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং বনবিভাগ যৌথভাবে রোপণ করেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, এ বছর বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থায় স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ উদ্যোগ নিলে গাছটি বিক্রি করে দেওয়ার উদ্যোগ নেয় বনবিভাগ। এ সব গাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে।
ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম বলেন, প্রায় ৫০ বছর বয়স হয়েছে গাছটির। গাছটির কারণে বাজারের বেশ কিছু ঘরের অসুবিধা হয়েছে। গাছের পাতার কারণে চালের টিন গুলো নষ্ট হয়েছে। এছাড়াও বাজারের পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল।
উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরজাহান আক্তার সাথী বলেন, বাজারের ড্রেনেজের জন্য দু’পাশে ৩ ফিট বাই ৩ ফিট করে কাজ সম্প্রসারণের জন্য এই গাছগুলো কর্তনের জন্য নিলাম আহ্বান করা হয়। চারজন নিলাম দাতার মধ্যে মোঃ ফারুক হোসেন ৮১০০ টাকা বলায় তাহার নামে ডিট করা হয়েছে ।
আপনার মতামত লিখুন :