টুংগীপাড়া পুলিশের অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন / ১৫৬
টুংগীপাড়া পুলিশের অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

গোপালগঞ্জ প্রতিনিধি (আফজাল হোসেন):

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিন মাসের সাজা প্রাপ্ত
আসামি লায়েক আলী মোল্লা (৪০) কে গ্রেফতার করেছে টুংগীপাডড়া থানা পুলিশ।

টুংগীপাড়া থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলমের নেতৃত্বে থানার একটি অভিযান
টিম এস আই সাজেদুল ইসলাম সোহাগ, এএস আই ইব্রাহিম, এএসআই মনিমুল মিনা ও
এএসআই শরিফুল ইসলাম সহ সঙ্গীও ফোর্সের বিশেষ অভিযানে রবিবার রাত ১০
ঘটিকার সময় পাটগাতি পৌর মার্কেটের সামনে থেকে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি
পাটগাতী সরদার পাড়া গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে লায়েক আলী মোল্লা কে
টুঙ্গী -সি আর -১০৮/২৩ মামলায় গ্রেফতার করা হয়।

এসসি-৪৩৯/২০২৩ সাজাপ্রাপ্ত

আসামি যার সাজার পরিমাণ(০৩) তিন মাস বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা-৪৮০০০০
(চার লক্ষ আশি হাজার টাকা)।

এ তথ্য নিশ্চিত করেছেন টুংগীপাড়া থানার অফিসার
ইনচার্জ খোরশেদ আলম। আসামিকে গতকাল সোমবার সকাল ১০ ঘটিকায় আদালতের
মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।