ব্যাটারি চালিত রিস্কা বন্ধের দাবিতে মিরপুর -১০ নম্বরে মানববন্ধন


প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন / ৩৬
ব্যাটারি চালিত রিস্কা বন্ধের দাবিতে মিরপুর -১০ নম্বরে মানববন্ধন

(মোঃ রানা

মিরপুর প্রতিনিধিঃ

ব্যাটারি চালিত রিস্কাবন্ধ করায় দাবিতে
মিরপুর -১০ নম্বর মানববন্ধন করেন
ব্যাটারিচালক রিক্সা চালকরা
সাধারণ রিক্সা চালকদের দাবি
যে আমরা এই ব্যাটারিচালিত রিক্সাটি
আমরা বিভিন্ন কিস্তি
ও আমাদের স্ত্রীদের গয়না বিক্রি করে রিক্সা কিনিছি
সরকার এই অটো রিক্সা বের করেছেন
তবে আবার কেন রিক্সা তারা বন্ধ করে দিবেন
আমরা ব্যাটারি চালিত রিক্সা চালকরা কোথায় যাব এই ব্যাটারি চালিত রিক্সা দিয়ে
আমাদের সংসার চলে
আমরা চাই সরকার যেন আমাদের
ব্যাটারি চালিত রিক্সা মহল্লা ভিত্তিকে চালাতে দেন আমরা ভিআইপি কোন সড়কে যাব না
আমাদের রিক্সা যাতে বন্ধ না করেন।