মানব সেবার উপরে কিছুই নেই – আব্দুস সামাদ খান পাখি কুমারখালীতে আব্দুস সামাদ খান পাখির অর্থায়ানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন / ৮৬
মানব সেবার উপরে কিছুই নেই – আব্দুস সামাদ খান পাখি কুমারখালীতে আব্দুস সামাদ খান পাখির অর্থায়ানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রাকিব হোসেনঃ 
বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় কুষ্টিয়ার কুমারখালীতে আব্দুস সামাদ খান পাখির অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। 
রবিবার (২৬ জানুয়ারি) সকালে এলঙ্গিপাড়া আবেদ মোড় এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 
এ সময় কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক এনামুল হক বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জুনি হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার সাহা, সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাস, সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ কলম প্রামানিক। 
বিতরণী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল সামাদ খান পাখি বলেন, সমাজের হতদরিদ্রের মাঝে প্রতিবছরই সমাজ সেবামূলক কাজ করে আসছি এ বছর কম্বল বিতরণ করেছি গত দিনে বিতরণ শেষে জানতে পেলাম আমার এলাকার আরো কম্বল প্রয়োজন যার জন্য আজ আবারও নিজের অর্থায়নে ৪০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ আয়োজন করেছি। আমি যখন প্রবাসে ছিলাম আমি তাদেরকে দেখেছি মানব সেবার উপরে কিছুই নেই। তাই আমি যতদিন বেঁচে আছি মানুষের সেবায় কাজ করে যাবো ইনশাল্লাহ। এছাড়াও আমার এলাকার গড়াই নদীর পানি দূষণ ও কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশে পরিবেশ দূষণ বিষয়েও প্রতিবাদ জানাচ্ছি।