রবিউল ইসলাম খান লাভলু :
যশোর সদরের চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ান তলার গ্রামের আব্দুস সবুরের ছেলে আহম্মেদ মাসুমের ১২ কাঠা জমির ফলন্ত লাউ গাছ কেটে সাবাড় কারে দিয়েছে ওই এলাকার মোস্তাকিন ও তার ২/৩জন সহযোগীরা।
২৫ জানুয়ারী রাতে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে ওই এলাকার কেরামত আলী সরদারের জামাই মোস্তাকিন ও তার সহযোগীরা। মাসুম বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১২ কাঠা জমির উপর ১০০/১২০ টি ফলন্ত লাউ গাছ লাগিয়ে ছিল মাসুম। এখন ওই লাউ গাছে ফল আসতে শুরু করেছে। এতে ঈষার্ণীত হয়ে মোস্তাকিন লাউ গাছগুলো কেটে দিয়েছে। এতে প্রায় ১লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী কৃষক মাসুম বলেন, আমি গরীব অসহায় কৃষক। জমি চাষ করে জীবিকা নির্বাহ করি। সমিতির থেকে লোন নিয়ে এই লাউ গাছগুলো লাগিয়েছিলাম। প্রতি সপ্তাহে সমিতির লোনের টাকা দিতে হয়। গাছ কেটে দেয়ায় আমি এখন নি:স্ব প্রায়। সমিতির লোন কিভাবে শোধ করব বুঝতে পারছি না। সাংসার খরচও কিভাবে চালাবো সেটাও বুঝতে পারছিনা। আমি মোস্তাকিনের বিচার চাই ও ক্ষেতে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাই।
সাঝিয়ালী পুলিশ ফাঁড়ির এ এস আই নিয়ামুল বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। যেই হোক না কেন, যে এই কাজটি করেছে সে জঘন্ন অপরাধ করেছে।
আপনার মতামত লিখুন :