টুঙ্গিপাড়ায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ।


প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন / ১৭৭
টুঙ্গিপাড়ায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক  ওয়ার্কশপ।

গোপালগঞ্জ সংবাদদাতাঃ

টুঙ্গিপাড়া, ২৫ জানুয়ারি, ২০২৫ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এ ওয়ার্কশপটি ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার সকাল ১১ টায় পৌর সুপার মার্কেট এর কনফারেন্স রুমে আয়োজন করা হয়। ওয়ার্কশপের প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ মনজুর রহমান, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিস, খুলনা। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামীম আজাদ, ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, গোপালগঞ্জ এবং জনাব মোঃ মঈনুল হক, উপজেলা নির্বাহী অফিসার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ মিজানুর রহমান, যুগ্ম-পরিচালক, বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিস। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জ্যোতির্ময় পাল, ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, টুঙ্গিপাড়া শাখা*, গোপালগঞ্জ। এ ওয়ার্কশপে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংক সহ টুঙ্গিপাড়া উপজেলার তফসিলি ব্যাংকগুলো এ আয়োজনের সহযোগিতায় অংশগ্রহণ করে। প্রধান অতিথি জনাব মোঃ মনজুর রহমান বলেন, জালনোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। আমাদের সকলের একযোগভাবে কাজ করতে হবে, যাতে জনগণ সচেতন হয়ে থাকে এবং তারা সহজেই জালনোট শনাক্ত করতে পারে। বিশেষ অতিথি জনাব মোঃ শামীম আজাদ বলেন, ব্যাংকগুলোকে আরো জোরালোভাবে উদ্যোগ নিতে হবে, যাতে জনগণ জালনোটের বিষয়ে আরো সতর্ক থাকে। সঠিক তথ্য এবং প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে। রিসোর্স পার্সন জনাব মোঃ মিজানুর রহমান উপস্থিত সকলকে বিভিন্ন পদ্ধতিতে জালনোট শনাক্তকরণের পদ্ধতি এবং তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর আলোচনা করেন। এই ওয়ার্কশপটি টুঙ্গিপাড়া উপজেলায় অবস্থিত বিভিন্ন তফসিলি ব্যাংকের সহযোগিতায় সফলভাবে আয়োজিত হয়, যা স্থানীয় জনগণের মধ্যে জালনোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং এর প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকরা।