বোয়ালমারীতে খেক্কর ভ্যান ল্যান ওভারের ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন খ্যাক্করের ড্রাইভার হয়তোবা নেশাগ্রস্ত থাকায় গতি নিয়ন্ত্রণ করতে পারেননি  সংঘর্ষ একজনের মৃত্যু 


প্রকাশের সময় : মে ২৪, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন / ৪৬
বোয়ালমারীতে খেক্কর ভ্যান ল্যান ওভারের ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন খ্যাক্করের ড্রাইভার হয়তোবা নেশাগ্রস্ত থাকায় গতি নিয়ন্ত্রণ করতে পারেননি  সংঘর্ষ একজনের মৃত্যু 
বোয়ালমারীতে খেক্কর ভ্যান ল্যান ওভারের ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন খ্যাক্করের ড্রাইভার হয়তোবা নেশাগ্রস্ত থাকায় গতি নিয়ন্ত্রণ করতে পারেননি  সংঘর্ষ একজনের মৃত্যু
 ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে শুক্রবার (২৩ মে) সকাল সোয়া ৭টার দিকে খেক্কর ভ্যান ক্রসিং  সংঘর্ষে ভ্যান যাত্রী নিহত হয়েছে। ওই ভ্যান যাত্রীর নাম রাকিব শেখ (২৩)। সে উপজেলা ময়না ইউনিয়নের ময়না গ্রামের আকছেদ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে
রাকিব ময়না ইউনিয়নের ঠাকুরপুর বাজার থেকে ভ্যানযোগে ময়না বাজারের দিকে যাচ্ছিল। ঠাকুরপুর ব্রীজ পার হবার পর বিপরীত দিক মহম্মদপুর থেকে ইটবোঝাইকৃত খেক্কর সাইড ওভারটেক করতে গিয়ে   ভ্যানটিকে মেরে দেয়। এ সময় ভ্যান যাত্রী রাকিব মাথায় প্রচন্ড আকারে আঘাত পেয়ে মাথার মগজ বের হয়ে যায়।এবং ডান হাতের গোড়ার থেকে ভেঙে যায়।
 তাকে  বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ট করে।  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকায় রিফার্ট করে। ঢাকা যাবার পথে পদ্মা সেতু ব্রীজের ওঠার আগে সকাল ১১ টার দিকে রাস্তায় মারা যায়।
ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, খেক্কর আর ভ্যান ওভারটেকের সময় সংঘর্ষে ময়না গ্রামের রাকিব নামের ছেলেটি আহত হয়। তাকে ঢাকা নেওয়ার পথে। পথের মধ্যেই মারা যায়।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, শুক্রবার সকালে ঠাকুরপুর ব্রীজের কাছে ইট বুঝাই করা খেক্কর আর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের যাত্রী রাকিব নামের একজন আহত হয়। শুনেছি তাকে ঢাকা নেওয়ার সময় পথের মধ্যেই মারা গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।