দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হলেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়া কমিশনার হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। চলতি সপ্তাহেই তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠিত হবে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।
আপনার মতামত লিখুন :