সড়কের জায়গা দখল করে অবৈধভাবে বানিজ্যিকভাবে প্রতিষ্টান তোলার পায়তারা


প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ৪:৫০ অপরাহ্ন / ১৫
সড়কের জায়গা দখল করে অবৈধভাবে বানিজ্যিকভাবে প্রতিষ্টান তোলার পায়তারা

গোপালগঞ্জ প্রতিনিধি 
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মল্লিকের মাঠ চার লেন হাইওয়ে সড়কের সাথে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে দোকানঘর তুলেছে পাঁচটি। এবং রাস্তার উপরে দোকানের পজিশন নিয়ে স্থানীয় দখলদারদের মাঝে বাগবিতান্ডা সৃষ্টি হয়। বাঁশ খুঁটি এবং কাঠের ঘরের পজিশন ও নেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় আমীর আলী শেখ বলেন সড়কের জায়গা দখল করা নিয়ে ৩ জন দখলদার শ্রীরামকান্দি গ্রামের আসলাম সারফুল ও কায়েমের মাঝে বাগবিতান্ডা হয়। পরে সকালে এসে দেখি সব দোকানের পজিশন নেওয়া হয়ে গেছে। রাস্তার কাজ এখনো সম্পূর্ণ হয়নি তারা রাস্তা দখল নিয়ে কিভাবে দোকান তুলে, উপজেলার বিএনপি’র এক নেতা বলেন আমরা গতকাল এই দোকানে বসে চা খাচ্ছিলাম হঠাৎ দেখি শ্রীরামকান্দি গ্রামের কয়েকজন দোকানের পজিশন নিয়ে বাগবিতান্ডা করছে। এরপরই ৬ নং ওয়ার্ডের মেম্বার কবির ও মহিলা মেম্বার এর স্বামী মনু মিয়া এসে দখলদারদের মাঝে সরকারি রাস্তা জায়গা ভাগ বাটোয়ারা করে দিচ্ছে। এ বিষয়ে নিয়ে মনু মিয়ার সাথে কথা বললে তিনি বলেন আমি এই জায়গা গতকাল উপস্থিত ছিলাম না। এবং মেম্বার কবিরের সাথে মুঠোফোনে কথা বলে জানতে চাইলে তিনি কথা বলতে অশ্বিকৃতি জানান। পাটগাতি ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা চিরঞ্জিত বিশ্বাস বলেন আমি মল্লিকের মাঠ আমার অফিস থেকে সরজমিনে লোক পাঠিয়ে ছিলাম। দোকান তুলেছে আরও সড়ক জুড়ে দোকান তোলার জন্য পজিশন নিয়েছে। আমরা নাম নিয়ে এসেছি রিপোর্ট পাঠালে ব্যবস্থা নেওয়া হবে । এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার এর দায়িত্বে (ভূমি) মইনুল হক মুঠোফোনে বললে তদন্ত করে সত্যতা যাচাই করে আমরা ব্যবস্থা গ্রহণ করব সরকারি জমি কেউ দখল করতে পারবেনা।