বেশিরভাগ সম্পর্কই গড়ে ওঠে মুগ্ধতা থেকে। আর সেটি ভাঙার পেছনে থাকে শুদ্ধতার অভাব। এমন যদি ঘটে কারও দাম্পত্য জীবনে, তবে তা জড়িয়ে পড়ে কঠিন জটিলে। এমনই এক সাধারণ ঘটনার গভীর দৃষ্টিকোণ থেকে রচিত চিত্রনাট্যে তৈরি হয়েছে ঈদের নাটক ‘সুতো’। যেখানে দেখা যায়, এক দম্পতির বিচ্ছেদের আগের ও পরের গল্প। সাংবাদিক অপূর্ণ রুবেলের গল্প ও চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। ৫ জুলাই ‘সুতো’ এসেছে ইউটিউব চ্যানেলে। ভুলতে বসা ঈদ নাটকের গল্পে দর্শকরা যেন নতুন আলাপের সূত্র খুঁজে পান ‘সুতো’র সুবাদে। কারণ এর গল্পে দারুণভাবে উঠে এসেছে, একটি স্বচ্ছ ও শুদ্ধ সম্পর্ক মানুষের সাংসারিক জীবনে কতোটা প্রভাব ফেলে। নাটকটির গল্প আর দর্শনের সঙ্গে দর্শকরা যেন নিজেদের খুঁজে পাচ্ছেন নানান স্তরে। ইউটিউব চ্যানেলের মন্তব্যের ঘরে চোখ রাখলে সেটি স্পষ্ট হয়। ‘সুতো’র সফলতায় স্বস্তিতে সংশ্লিষ্টরা। এর মধ্যে নাট্যকার-নির্মাতা ছাড়াও রয়েছেন প্রধান তিন চরিত্রাভিনেতা ইরেশ যাকের, সাবিলা নূর ও পার্থ শেখ।
‘সুতো’র প্রাথমিক সফলতা প্রসঙ্গে চিত্রনাট্যকার অপূর্ণ রুবেল বলেন, ‘এই গল্পটি নতুন নয়। আমাদের নিত্যজীবনেরই একটি ছায়া। তবে ঘটনাগুলো নিয়ে এভাবে সম্ভবত ভাবা হয় না, যেভাবে ভাবানোর চেষ্টা করা হয়েছে নাটকের গল্পে। মনে হয় এজন্যই দর্শকরা নাটকের চরিত্রগুলোকে আপন ভাবতে পারছেন, প্রশংসাও করছেন। একজন নাট্যকার হিসেবে এটা বড় প্রাপ্তি।’ ৪৫ মিনিটের এ নাটকটি ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর দুই দিনে দুই লাখের বেশিবার দেখেছেন দর্শকরা। মন্তব্য এসেছে প্রায় চারশ’। যার বেশিরভাগই মুগ্ধতার বহিঃপ্রকাশ। যার বেশিরভাগ মন্তব্যই এমন, ‘এরকম অসাধারণ নাটক অনেক দিন পর দেখলাম। মানুষের জীবনে শরীরের থেকে মন অনেক দামি। মন দিয়ে যে কতো গভীর ভালোবাসা যায়, তার উদাহরণ হলো পার্থ। এখানে মনের কাছে শরীর পরাজিত। পরাজিত ইরেশ। দারুণ আর দুর্দান্ত অভিনয়।’ আরেকটি মন্তব্য এমন, ‘মন ও শরীর দুইভাবে ভালোবাসা যায়। তবে মনের ভালোবাসা যে সবসময় দামি এবং তা শরীরের ভালোবাসাকে পরাজিত করে; সেটা এই নাটকের মাধ্যমে দারুণভাবে দেখানো হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘অসাধারণ একটি নাটক। এখান থেকে শিক্ষণীয় বার্তা আছে। দাম্পত্য সম্পর্কের ভাঁজে ভাঁজে নিজেকে চেনার কতো কাহিনি লুকিয়ে থাকে! ধন্যবাদ পরিচালক, নাট্যকারসহ শিল্পীদের।’
এমন মন্তব্য আর সমালোচক প্রশংসা পেয়ে নির্মাতা ইমরাউল রাফাত ধন্যবাদ জানিয়েছেন দর্শক-সমালোচকদের। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাট্যকার ও অভিনয়শিল্পীদের প্রতি।
আপনার মতামত লিখুন :