হাইকোর্টের এক মাসের স্থিতিঅবস্থাকে ইতিবাচক ভাবে দেখছেন আন্দোলনকারীরা।
হাইকোর্টের এক মাসের স্থিতিঅবস্থাকে ইতিবাচক ভাবে দেখছেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ও গণতান্ত্রিক ছাত্রশক্তি সদস্য সচিব নাহিদ ইসলাম জানান, আমাদের দফা দাবিটি বা আন্দোলন এখন কোর্টের জায়গায় নেই। নির্বাহী বিভাগের কাছেই সকল দাবি বা প্রশ্ন রাখতে চাই। তিনি ডেইলি সানকে বলেন, সকল প্রকার কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। কারণ ২০১৮ সালের জারি করা পরিপত্র ত্রুটিপূর্ণ। সেটি যেকোনো সময় আবার বাতিল হয়ে যেতে পারে। তাই আমরা সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কার চাচ্ছি। হাইকোর্টের ১ মাসের স্থিতিঅবস্থা ইতিবাচক জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, হাইকোর্ট আসলে শিক্ষার্থীদের পক্ষে আরো সুস্পষ্ট অবস্থান বা বক্তব্য দিবে। তবে যা রায় দিয়েছে সেটাকে আমরা ইতিবাচক অবস্থায় দেখছি। আমরা সব গ্রেডে সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে সংস্কার করতে হবে।
ক্লাসে ফেরার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা হাইকোর্টের রায়কে শ্রদ্ধা জানাচ্ছি। তবে আমাদের দাবি থেকে আমরা এখনই সরে আসছি না। আমরা সমন্বয়ক টিমের সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানাবো।
আপনার মতামত লিখুন :