টুঙ্গিপাড়া পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস।


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ন / ১৯
টুঙ্গিপাড়া পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। গতকাল ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সকাল ৯ টায় উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ ফুলের ডালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ,টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম, পল্লী বিদ্যুতের ডি জি এম রেজাউল করিম, সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তী, সিনিয়র মৎস্য অফিসার দেবাশীষ বাচার, সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরে উপজেলা বজ্রকন্ঠ হল রুমে শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আলোচনা সভা করেন। জোহরের নামাজের পরে বিভিন্ন মসজিদ ও উপসনালয়ে প্রর্থনার আয়োজন করা হয়েছিল।