যেসব কারণে বাংলাদেশসহ চার দেশের চিকিৎসক নেবে না ওমান


প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন / ৬৩
যেসব কারণে বাংলাদেশসহ চার দেশের চিকিৎসক নেবে না ওমান

ওমানের শ্রমবাজারের স্বাস্থ্য খাতে কাজ করার জন্য বিদেশি চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার। তবে এই খাতে বাংলাদেশসহ চার দেশের ডিগ্রিধারী কোনো চিকিৎসক নেবে না ওমান। গতকাল বুধবার ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই বছরের জন্য ওমানের সরকারি হাসপাতালগুলোতে বিদেশি চিকিৎসক নিয়োগ দেবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি মাসেই এই নিয়োগের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হবে। আবেদন করা চিকিৎসকদের চিকিৎসা খাতে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এই আবেদনে বাংলাদেশ থেকে ডিগ্রি নেওয়া কোনো চিকিৎসক আবেদন করতে পারবেন না। শুধু বাংলাদেশ নয়, চীন, রাশিয়া ও ইউক্রেন থেকে ডিগ্রি নেওয়া কোনো চিকিৎসকও আবেদন করতে পারবেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশে চিকিৎসা খাতে কাজ করতে গেলে একদিকে যেমন দক্ষতার প্রয়োজন হয়, অন্যদিকে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের স্বীকৃতির প্রয়োজন হয়। বাংলাদেশের ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের স্বীকৃতি নেই। এই স্বীকৃতি না থাকার কারণেই কি ওমান বাংলাদেশ থেকে চিকিৎসক নিচ্ছে না, জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক টিটু মিঞা কালের কণ্ঠকে বলেন, ‘ওমান চার বছর আগে থেকেই জানিয়ে আসছে, তারা বাংলাদেশ থেকে ডিগ্রিধারী চিকিৎসক নেবে না।’