রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলকে গ্রেফতার করেছে র্যাব। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে র্যাব-২।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ ইফতেখার হাসান। তিনি বলেন, রাত পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। তবে তাকে কোন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব সে বিষয়টি বলতে পারেননি তিনি। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী জনতা হত্যায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বেশ কয়েকটি থানায় মামলা রয়েছে। এছাড়া তিনি তৎকালীন আমেরিকার রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা মামলায় অন্যতম আসামি ছিলেন।
আপনার মতামত লিখুন :