মিরপুর ডিওএইচএসে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল


প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন / ৫৫
মিরপুর ডিওএইচএসে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

চলমান ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে দ্বিতীয় দিনের মতো গণমিছিল করেছেন রাজধানীর মিরপুর ডিওএইচএসে বসবাসকারী সদস্যরা। ডিওএইচএস এলাকায় সমাবেশ করা যাবে না বলে আগের দিন রাত থেকে বারবার মাইকিং করা হয়েছিল। আজ দিনের বেলায়ও নিষেধাজ্ঞার নোটিশ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও আজকের প্রতিবাদ গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার মানুষ অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগের তুলনায় আজকের মিছিল ছিল অন্তত চার গুণ বড়। সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ আয়মান সাদিক, মুনজেরিন শহীদ, সৌমিক আহমেদ, সালমান মুক্তাদিরসহ অসংখ্য শিক্ষার্থী এবং ডিওএইচএসে বসবাসরত অধিবাসীরা মিছিল নিয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার বিচার এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দেওয়া হয়। মিছিলকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’; ‘৫৩ বছর পরেও স্বাধীনতাকে খুঁজছি’, ‘উই ওয়ান্ট জাস্টিস’; ইত্যাদি।

মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত | উল্লেখ্য, মিরপুর ডিওএইচএসে মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বসবাস করেন। তবে এই এলাকায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা ছাড়াও অন্য নাগরিকেরাও বসবাস করেন। মিছিলে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও ব্যাপকভাবে অংশ নেন। এ ছাড়া ছিল বিপুলসংখ্যক শিক্ষার্থী।