বুধবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়; চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা কম-বেশি একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বুধবার (১০ জুলাই) থেকে বৃষ্টি বাড়বে। মূলত দেশের উত্তরাঞ্চলে অর্থাৎ সিলেট, রংপুর ও ময়মনসিংহে বৃষ্টি বেশি থাকবে। সিলেট ও রংপুরে আগামী কিছুদিন ব্যাপক বৃষ্টি হতে পারে। এই দুই অঞ্চলে আগামী ১০ দিন বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।
আপনার মতামত লিখুন :