শিক্ষিত হতে কী সত্যিই স্কুলে ভর্তি হলেন ডিপজল


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন / ৯৭
শিক্ষিত হতে কী সত্যিই স্কুলে ভর্তি হলেন ডিপজল

ঢাকাই সিনেমার ‘মুভিলর্ড’খ্যাত অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি একটি স্কুলে এক ঝাঁক  শিশুদের সঙ্গে ক্লাস করতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, ক্লাসে অংশ নিতে তিনি সকলের মত একই ইউনিফর্মও পরেছিলেন।

সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওটির প্রথমে কিছুক্ষণ দেখার পরও বোঝা দায়- সত্যিই ডিপজল স্কুলে ভর্তি হলেন কী না! এদিকে ওই ভিডিওটি দেখে রীতিমতো বিস্মিত নেটিজেনরা। তাদের মনে প্রশ্ন উঠেছে- হঠাৎ স্কুলে কেন ডিপজল? তিনি কী আবার নতুন করে পড়াশোনা শুরু করতে চান?ভিডিওতে দেখা যায়, একটি স্কুলের ক্লাসরুমে শিশুদেরকে পড়াচ্ছেন শিক্ষিকা। এ সময় ইউনিফর্ম পরে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে ক্লাসরুমে প্রবেশ করেন ডিপজল এবং সাথে সাথেই বেঞ্চে বসে পড়েন। অপরদিকে ডিপজলকে এভাবে ক্লাসে প্রবেশ করতে দেখে তাকে শিক্ষাদানে অপারগতা প্রকাশ করেন শিক্ষিকা। বোঝাতে চাইলেন, যিনি গুন্ডামি, মাস্তানির সঙ্গে জড়িত, তাকে দিয়ে পড়াশোনা করানো সম্ভব নয়।এরপর অনেক আকুতি-মিনতি করেন ডিপজল। বলেন, তিনি শিক্ষিত হতে চান, সে জন্য ক্লাসে আসা। কিন্তু এরপরও ক্লাসরুমে ঠাঁই হয়নি তার।

তবে এটি ডিপজলের বাস্তব জীবনের কোনো ঘটনা নয়; ‘অমানুষ হল মানুষ’ চলচ্চিত্রের একটি দৃশ্য এটি। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে ডিপজলের ফেসবুক পেজ থেকে সিনেমাটির একটি ভিডিও প্রকাশ করা হয়। মূলত এই সিনেমায় ভয়ংকর সন্ত্রাসীর চরিত্রেই দেখা যাবে ডিপজলকে। সিনেমার গল্প প্রসঙ্গে জানা গেছে, স্কুলের শিক্ষিকা মৌ খানের প্রেমে পড়েন ডিপজল। এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয়। নানাভাবে পটাতে শুরু করেন মৌকে। যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা নেওয়ার ব্যাপারে নাকচ করে দিয়েছেন। প্রসঙ্গত, ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি।