সাতদিনে শাকিব খানের সাত সিনেমা


প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন / ৪৪
সাতদিনে শাকিব খানের সাত সিনেমা

একটানা সাতদিন দেখা যাবে শাকিব খানের সাতটি সিনেমা। তবে সিনেমা হলে নয়, এই আয়োজন চলবে দীপ্ত টিভিতে। তারা এটির নাম দিয়েছে ‘শাকিব সপ্তাহ’। জানা গেছে, আগামী ৬ জুলাই থেকে ১২ জুলাই প্রতিদিন দুপুর ২টায় থাকছে শাকিব খান অভিনীত ৭টি বাংলা সিনেমা। এরমধ্যে ৬ জুলাই শনিবার প্রচারিত হবে কাজী হায়াৎ এর পরিচালনায় বাংলা সিনেমা ‘বীর’। চলচ্চিত্রটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী। ৭ জুলাই রবিবার দেখা যাবে জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমাটি। ত্রিভুজ প্রেমের এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রুমানা খান, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, আলী রাজ, মিশা সওদাগর প্রমুখ। ৮ জুলাই সোমবার দেখা যাবে আজাদী হাসনাত ফিরোজের পরিচালনায় ‘তুমি আমার মনের মানুষ’। রোমান্টিক এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, মিশা সওদাগরসহ অনেকেই। ৯ জুলাই মঙ্গলবার শাহীন সুমনের পরিচালনায় দেখা যাবে ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। পাশাপাশি নিরব, রত্না কবির সুইটি, ববিতা, অরুণা বিশ্বাস ও মিশা সওদাগর সহ অনেকেই আছেন এটিতে।

এদিকে ১০ জুলাই বুধবার প্রচারিত হবে এনায়েত করিমের পরিচালনায় ‘বাহাদুর সন্তান’। অভিনয় করেছেন শাকিব খান ও একা। ১১ জুলাই বৃহস্পতিবার প্রচার হবে এফ আই মানিকের পরিচালিত ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ সিনেমাটি। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ওমর সানী প্রমুখ। সপ্তাহের শেষ দিন ১২ জুলাই শুক্রবার প্রচারিত হবে জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জী যৌথভাবে পরিচালিত ‘শিকারি’। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও সহশিল্পী হিসেবে চলচ্চিত্রটিতে অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত এবং রাহুল দেব অভিনয় করেছেন।