ফুটবলার মিথিলা মারা গেছেন


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৪, ৩:১৭ অপরাহ্ন / ৯৭
ফুটবলার মিথিলা মারা গেছেন
বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় মিথিলা আক্তার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর।সোমবার (৮ জুলাই) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিবৃতিতে বাফুফে জানায়, দীর্ঘদিন ধরে লিভার ও শ্বাসকষ্ট জটিলতায় ভুগছিলেন মিথিলা। রোববার রাতে তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জ থেকে উঠে আসা মিথিলা বাংলাদেশের হয়ে শ্রীলংকা এএফসি অনূর্ধ্ব-১৪ ও ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে খেলেছেন। ঘরোয়া ফুটবলে নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে খেলার অভিজ্ঞতা ছিল। মিথিলা মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলতেন। তবে দলের প্রয়োজনে ডিফেন্ডার হিসাবেও খেলেছেন। এ নারী ফুটবলারের মৃত্যুতে সভাপতি কাজী সালাহউদ্দিনসহ বাফুফের অন্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। গভীর সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি।

এর আগে গত মার্চ মাসে প্রসবজনিত জটিলতায় মারা যান ফুটবলার রাজিয়া সুলতানা।