প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে বসুন্ধরা শুভসংঘের সেমিনার


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ন / ৫৯
প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে বসুন্ধরা শুভসংঘের সেমিনার

পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘ক্ষতিকর প্লাস্টিক বর্জন ও আমাদের করণীয়’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
কলেজ শাখার সভাপতি আফরোজা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোদাচ্ছের বিল্লাহ। তিনি বলেন, ‘এই দেশ এগিয়ে নিফে যেতে ছাত্র সমাজের বিকল্প নেই। তোমরাই পারবে এই দেশকে ও সমাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আমরা সবাই যদি একটু সচেতন হই তাহলেই এ ক্যাম্পাস ক্ষতিকর প্লাস্টিক মুক্ত রাখতে পারবো।’
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের প্রতিজ্ঞা করান- ‘আমরা এই ক্যাম্পাসকে পলিথিন ও ক্ষতিকর প্লাস্টিক মুক্ত রাখবো। বাজারে গেলে পলিথিন বর্জন করবো।’
সেমিনারে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. হাসান মিয়া, সহকারী অধ্যাপক মোহাম্মাদ রাশিদুল হাসান, সহকারী অধ্যাপক ডালিয়া সুলতানা ও প্রভাষক জান্নাতুল মাওয়া মৌসুমী।
এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের ঐ কলেজ শাখার সাধারণ সম্পাদক দিবা দাস, সাংগঠনিক সম্পাদক তুলি আক্তার, সহক্রীড়া বিষয়ক সম্পাদক অথৈ ও সহ দপ্তর সম্পাদক হিরা প্রমুখ।
সভাপতি আফরোজা আক্তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘আমাদের সবার সচেতন হতে হবে। কোন প্লাস্টিক কত বার ব্যবহার করা যাবে, কোনটি ব্যবহার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ।’
তিনি বলেন, যে বোতলের গায়ে ত্রিভুজ আকৃতি চিহ্নের মধ্যে ১ বা PETE লেখা আছে সেটি একবারের বেশি ব্যবহার করা যাবে না। যে বোতলের গায়ে ২ লেখা সেটি খাবার রাখার জন্য অনুপযোগী। যে বোতলের গায়ে ৩ লেখা রয়েছে তা একবারের বেশি ব্যবহার করা যাবে না। একাধিকবার ব্যবহারের ফলে ক্যান্সারের ঝুঁকি থাকে। যে বোতলের গায়ে ৪ লেখা আছে সেটি একাধিকবার ব্যবহার উপযোগী। আর যেটার গায়ে ৫ লেখা সেটি খাবার পানি কিংবা খাবার রাখার জন্য একেবারেই নিরাপদ নয়। যে বোতরে ৬-৭ লেখা থাকবে সেটি কোন মতেই ব্যবহার করা উচিত নয়। এতে ক্যান্সারসহ হরমোনের সমস্যার সৃষ্টি হতে পারে।